গণভোটে বলিভিয়ার প্রেসিডেন্ট মোরালেসের হার

0

আন্তর্জাতিক ডেস্কঃ  বলিভিয়ার বামপন্থী নেতা ইভো মোরালেস চতুর্থ দফায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম করতে আয়োজিত এক গণভোটে অল্পের জন্য হেরে গেছেন। বুথফেরত জরিপ থেকে এ তথ্য ওঠে এসেছে বলে বিবিসি জানিয়েছে।

যদিও দেশটির ভাইস প্রেসিডেন্ট আলভেরো গার্সিয়া লিনেরা আনুষ্ঠানিক ফলাফলের জন্য দেশবাসীকে আরো ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন। কেননা তিনি মনে করছেন, মতামত জরিপ, বিশেষ করে বুথফেরত জরিপ অনেক সময়ই ভুল হয়ে থাকে।

রোববার অনুষ্ঠিত ওই গণভোটে সংবিধান সংশোধনের ওই প্রস্তাবের বিরুদ্ধে ভোট পড়েছে ৫২ দশমিক ৩ ভাগ। অন্য একটি জরিপে এই সংখ্যা ৫১ শতাংশ বলা হচ্ছে।

সংবিধান সংশোধনের ওই প্রস্তাবটি জয়ী হলে ইভো মোরালেস ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পেতেন। তিনি ২০০৬ সালের জানুয়ারি মাসে ক্ষমতায় আসেন। ২০২০ সালে তার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হচ্ছে। তার এই দীর্ঘ শাসনামলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সন্তোষজনক।

এদিকে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশের পর আনন্দে মেতে ওঠেছে প্রস্তাবের বিরোধিতাকারীদের সমর্থকরা। তারা বলিভিযার প্রধান শহর লা পাজে জড়ো হয়ে উচ্ছ্বাস করছে বলে জানিয়েছে বিবিসি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.