বাঁশখালীর কাথারিয়ায় ২ দিন ব্যাপী সুন্নী সম্মেলন সম্পন্ন

0

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী আহমদীয়া গাউছিয়া সুন্নী সংস্থার উদ্যোগে ৩৬তম ২দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দঃ) সুন্নী সম্মেলন চুনতি বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কাথারিয়া ইউনিয়ন শাখার সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরতুল আল্লামা জমির উদ্দীন নেছারী, উদ্ভোধক ছিলেন হযরতুল আল্লামা আতাউর রহমান নঈমী, প্রধান অতিথি ছিলেন, হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ রুহুল আমিন, প্রধান বক্তা ছিলেন হযরতুল আল্লামা শায়ের মুখতার আহমদ রজভী।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উদ্ভোধক ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা আবু বকর সিকদার, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক-গবেষক ও ইসলামী চিন্তাবিদ হযরতুলহাজ্ব আল্লামা আবুল আসাদ মোহাম্মদ যোবায়ের রেজবী, বিশেষ অতিথি ছিলেন, হযরতুলহাজ্ব আল্লামা নেছার উদ্দিন মুনিরী আল-কাদেরী, প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাসেম নূরী (মা.জি.আ), বিশেষ বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা ফেরদৌসুল আলম খাঁন আল কাদেরী। সভায় বক্তারা বলেন, নবী প্রেমই হচ্ছে খোদা প্রাপ্তীর পূর্ব শর্ত।

তারা বলেন, যারা দান করে আপনারে, তারা নিঃশেষে দিয়ে যায়, মেঘ ঝরে যায় ভাবে না, বিনিময়ে সেই কি পায়। প্রদীপ নিজেরে তিলে তিলে ছাই করে দেয় নিজ প্রাণ, প্রদীপ জানে কি আনন্দ দেয় তারে এই মহা দান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.