পূবালী ব্যাংকের টাকা লুটের ঘটনায় ৪ জন রিমান্ডে

0

নিজস্ব প্রতিবেদক : পূবালী ব্যাংকের সীতাকুণ্ড শাখার ৫০ লাখ টাকা খোয়া যাওয়ার ঘটনায় ওই শাখার এক কর্মকর্তাসহ চার জনকে তৃতীয় দফায় তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে আদেশ দেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন, গাড়ি চালক বিজয় কুমার দাশ, মাজারুল ইসলাম, আশিকুর রহমান ও কোতোয়ালী সিডিএ কর্পোরেট শাখার জুনিয়র অফিসার রাজীবুর রহমান। অন্য আসামি আর্ম গার্ড তানজু রহমান এঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় তাকে রিমান্ডে নেয়া হয়নি।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এএইচএম মসিউর রহমান বলেন, ‘সীতাকুণ্ড থানায় দায়ের মামলায় তৃতীয় দফায় ৭ দিনের রিমাণ্ড চেয়েছিলো পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ আসামির মধ্যে বাকি চারজনের তিন দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন।’

এর আগে সীতাকুণ্ড থেকে নগরীতে নেয়ার পথে পূবালী ব্যাংকের গাড়ি থেকে ৫০ লাখ টাকা রহস্যজনকভাবে খোয়া গেছে বলে অভিযোগ করেন ব্যাংকটির সীতাকুণ্ড শাখার কর্মকর্তারা। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা দায়ের হয়। পরে রাতেই ব্যাংকের এক কর্মকর্তাসহ ৫ জনকে আটক করে পুলিশ। ঘটনার সময় ওই ৫ জনই গাড়িতে ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.