ফের পেছাল ৭ খুনের সাক্ষ্য

0

সিটিনিউজবিডি : নারায়ণগঞ্জের সাত খুন মামলার অন্যতম আসামি তারেক সাঈদকে হাজির না করায় সাক্ষ্যগ্রহণ চার দিন পিছিয়ে ২৯ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এনায়েত হোসেন সাক্ষ্য শুরুর জন্য ২৯ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহমান বলেন, বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারিত ছিল। কিন্তু অন্য আসামিরা উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে হাজির না করায় আদালত সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ ধার্য করেন।

গত ৮ ফ্রেবুয়ারি সাত খুনের ঘটনায় করা দুই মামলায় আদালতে ৩৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২৭ জনকে সাক্ষী করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর তাদের মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় ফতুল্লা থানায় দুটি মামলা করা হয়। একটি মামলার বাদী হলেন, প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। অন্যটির বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.