নির্বাচনের পরই নাছিেরর অনুসারীদের সংঘাতে লিপ্ত, নগরবাসী চিন্তিত?

গোলাম সরওয়ার: নির্বাচনের পরই বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতে লিপ্ত রয়েছে নতুন মেয়র নাছিরের অনুসারীরা ।এ ঘটনায় নগরবাসী চিন্তিত। আজম নাছির নতুন মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই চট্টগ্রামে আওয়ামী রাজনীতি দুই ভাগে বিভক্ত হচ্ছে বলে দলীয় সূত্রে জানা যায় । বিশেষ করে ছাত্রলীগ যুবলীগসহ অঙ্গসংগঠনগুলো।
নগর পরিকল্পনাবিদরা বলছেন, স্বপ্নের চট্টগ্রাম গড়তে বিলাসী নয় বাস্তব পরিকল্পনা নেয়া জরুরি। এজন্য সবার আগেই ঠিক করতে হবে প্রকল্প প্রণয়নের অগ্রাধিকার। পাশপাশি নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট সব সংস্থার উপযুক্ত সমন্বয়। আর নতুন মেয়র জানালেন তাঁর অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনার কথা। নতুন মেয়র কতটা দক্ষভাবে দূর করতে পারেন এসব নাগরিক ভোগান্তি-তা দেখার অপেক্ষায় আছে নগরবাসী।
নির্বাচনের আগে চট্টগ্রামবাসীকে স্বপ্নের মেগাসিটি’র সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য নির্বাচিত নগরপিতা আ জ ম নাছির। জলাবদ্ধতা, যানজট, সন্ত্রাস আর আর্বজনামুক্ত বন্দনগরীর স্বপ্ন তো রয়েছেই। প্রতিশ্রুতি দিয়েছেন দূষনমুক্ত কর্ণফুলি আর পাহাড়কাটা বন্ধেরও। সুয়ারেজ প্ল্যান তৈরি, মেট্রোরেলচালুর মতো সামর্থ্য বা এখতিয়ারের বাইরে থাকা অনেক কিছুই ছিলো তাঁর নির্বাচনী ইশতেহারে।
তাহলে কি অধরাই থেকে যাচ্ছে ইশতেহারে দেখানো স্বপ্নগুলো? নতুন মেয়রের কাছে কি চায় নগরবাসী ?
উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প নির্ধারণকেই চট্টগ্রামে নতুন মেয়রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশেষজ্ঞরা। পাশাপাশি তরুণ দলীয় অনুসারীদের নিয়ন্ত্রণে রাখতে কতটা সক্ষম হবেন মেয়র, সে সংশয়ে আছেন তাঁরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.