ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ফিলিস্তিনি শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে গাজা উপত্যকায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এরা সম্পর্কে ভাই-বোন।

শনিবার সকালে গাজা উপত্যকার বেইত লাহিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে ওই এলাকায় নিজ বাড়িতে অবস্থানকারী দশ বছরের ফিলিস্তিনি শিশু ইয়াসিন ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত হয় তার বোন ইসরা আবু খোসা (৬) ও ভাই আইয়ুব আবু খোসা (১৩)। হাসপাতালে নেয়ার পর শনিবার বিকেলে ইয়াসিনের বোনটিও মারা যায়। তবে তার ভাইয়ের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

শুক্রবার রাতে গাজা উপত্যকায় রকেট হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় কেউ হতাহত হয়নি। এর কয়েক ঘণ্টা পরই তারা ওই ক্ষেপণাস্ত্র হামলাটি চালায়। গত অক্টেবরের পর ফিলিস্তিনিদের ওপর এটাই ইসরায়েলের ভয়াবহতম হামলা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামাসের স্থাপণা লক্ষ্য করে গত শুক্রবার রাত থেকে কমপক্ষে পাঁচটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.