‘অঙ্গিকার বাস্তবায়নে জনগণের সহযোগীতা কামনা’

ঢাকা: তিন সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়ররা শপথের পরপরই তাদের করা অঙ্গিকার বাস্তবায়নে জনগণের সহযোগীতা কামনা করেছেন।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নিয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তারা।

অন্যদিকে, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির বাণিজ্য নগরী চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা দূর করতে সাধ্যমতো কাজ করার অঙ্গীকার করেন।

ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, ‘আজ থেকেই কাজ শুরু করবো। ঢাকার যানজট একটা বড় সমস্যা, এটার প্রতি নজর থাকবে। এছাড়াও, আবর্জনা ব্যবস্থাপনা ও স্ট্রিট লাইট নিয়ে দক্ষিণে অনেক অভিযোগ আছে। আমার কর্পোরেশনের আওতার মধ্যে থাকলে আমি যে কোন সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ।’

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ‘আমার প্রথম কাজ হচ্ছে ঢাকা শহরকে পরিষ্কার করা। কিন্তু, এই কাজটা আমার একার পক্ষে সম্ভব না। সমস্ত নগরবাসীকে এক হয়ে সচেতনভাবে আমাদের সাহায্য করতে হবে। তবেই, আমরা এই শহরকে বাসযোগ্য করে গড়ে তুলতে পারবো।’

চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির বলেন, ‘ইতোমধ্যে বর্ষা প্রায় চলে এসেছে। তাই এই অল্প সময়ে এখন আর কোনভাবেই চট্টগ্রাম নগরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা সম্ভব না। কিন্তু, আমি এখন চেষ্টা করবো কিছুটা হলেও যেনো নগরবাসীর কষ্ট লাঘব করতে পারি। সে লক্ষ্যে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবো।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.