দীপিকাকে টপকে গেলেন কঙ্গনা

বিনোদন : বি-টাউনের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় তাঁদের দু’জনের ‘সুসম্পর্ক’-এর কথা৷ দুই বলি সুন্দরী দীপিকা পাড়ুকোন এবং কঙ্গনা রানাউত যে একে অপরের গুডবুকে নেই সে কথা দু’বছরের শিশুও জানে৷ ইদানিং ভিন্ন কারণে খবরের শিরোনামে রয়েছেন কুইনগার্ল কঙ্গনা৷ এর মধ্যেই দীপিকাকে মাত দিয়েছেন তিনি৷ জনপ্রিয় জামাকাপড়ের ব্র্যান্ড ‘মেলঁজে’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হয়েছেন কঙ্গনা রানাউত৷ আগে এই সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোনের৷

এ বিভাগের আরও খবর

Comments are closed.