চন্দনাইশে মুক্তিযুদ্ধা মন্নানের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

চন্দনাইশ প্রতিনিধি :    বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন এ কে এম আবদুল মন্নানের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৩ মার্চ এ কে এম আবদুল মন্নান স্মৃতি সংসদের উদ্যোগে ও বরমা ইউপি চেয়ারম্যানের মোহাম্মদ নুরুল ইসলামের তত্বাবধানে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, জেয়ারত ও ফাতেহা পাঠ ইত্যাদি।
স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন বরমা ইউপি চেয়ারম্যানের মোহাম্মদ নুরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী বলরাম চক্রবর্তী, আলোচনায় অংশ নেন এডভোকেট এসএম ওসমান, এসএম জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা হারুন সওদাগর, আবু জাফর মেম্বার, মোজাম্মেল হক তালুকদার, আনোয়ার ইসলাম ভেসফা, এস এম সেলিম, মাস্টার কাজী আবুল কালাম আজাদ বাবু, শহিদুল ইসলাম সুমন, শিক্ষক মাওলানা কামরুদ্দীন, ডাঃ দেবাশীষ ধর, রাজিব আচার্য্য, কৃষকলীগ নেতা মোঃ নুরুল হোসেন, ছাত্রলীগ নেতা আসহাব উদ্দিন হিরো, শাহাদাত বিন ইসলাম জিকু, আরমান উদ্দিন রাজিব, পারভেজ মাহামুদ, মাহমুদুল হাছান রিফাত, মোঃ ছাদেক, এস এম শাকিল বিন সাব্বির, কলিমুল্লাহ প্রমুখ।
পরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি কিংবদন্তী রাজনীতিবিদ এ কে এম আবদুল মন্নানের সমাধিতে বরমা ইউনিয়ন পরিষদ, ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, এ কে এম আবদুল মন্নান স্মৃতি সংসদ, বরমা শেখ রাসেল স্মৃতি সংসদ, বরমা কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.