সীতাকুন্ডে নির্বাচনী আমেজ নেই 

কামরুল ইসলাম দুলু  :  প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী ৩১ মার্চ সীতাকুন্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠ পর্যায়ে কোন নিবার্চনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে না। বরং একটা ভীতিকর অবস্হা বিরাজ করছে চারিদিকে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সীতাকুন্ডে আতন্ক যেন বেড়েই চলেছে। সবার মনে একটায় ধারণা কি হবে ৩১ তারিখে। ইতেোমধ্যে নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার সীতাকুন্ড নিজ দলের কর্মীদের হাতে এক যুবলীগ নেতা খুন হওয়ার পর থেকে ভোটারদের মধ্যে এমন আশংক্খা বেড়ে গেছে। অশান্ত সীতাকুন্ডে বেশ কিছুদিন শান্তি বিরাজ করলেও বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সীতাকুন্ডের রাজনীতি আবারো অশান্ত হওয়ার সম্ভাবন দেখা দিয়েছে ।

সীতাকুন্ডে এমন আশংক্খার এবং নির্বাচন নিয়ে  ৬৫ বছর বয়সের ভোটার আমজাদ সওদাগরের  মত জানতে চাইলে তিনি বলেন, জীবনে আমি অনেক নির্বাচনে ভোট দিয়েছি কিন্তু এমন ভীতিকর অবস্হা আগে কখনো দেখিনি, দলীয় প্রতীকে নির্বাচনের কারণে এমন অবস্হা,ইউপি নির্বাচনে আগে অনেক আনন্দ উৎসব হতো এবার দলীয়ভাবে হওয়াতে সেই আনন্দও নেই আগের জৌলসও নেই ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.