দুই ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের গুলিতে নিহত

সিটিনিউজবিডি ডেস্ক :   ইসরাইলি সেনাদের গুলিতে আরো দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইল অধিকৃত পশ্চিমতীরের হেব্রনে বৃহস্পতিবার সেনাদের চেকপোস্টের কাছে হামলা চালালে তারা পাল্টা আক্রমণ করলে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের খবর স্বীকার করেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
গত অক্টোবরে ইসরাইল বিরোধী অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনাদের গুলিতে ১৯০ ফিলিস্তিনিকে নিহত হয়েছেন। ইসরাইল দাবি করেছে এর মধ্যে  ১২৯ জন হামলাকারী আর বাকিরা বিভিন্ন বিক্ষোভের সময় নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনিদের হাতে ২৮ জন ইসরাইলি এবং দুইজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি সেনারা বহু নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর তাদের পাশে ছুরি রেখে দেয়। পরে সেনারা দাবি করে, নিহত ব্যক্তিরা ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করায় গুলি চালানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.