প্রায় অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে ফাটল – লালমনিরহাট

পার্শ্ববর্তী দেশ নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের প্রভাব এবং একই সাথে দেশে দু’দিনে কয়েক দফা ভূকম্পনে লালমনিরহাট জেলার প্রায় অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। ভয়ে শিক্ষার্থীরা ফাটলস্থ ভবন সমূহে অমনোযোগী হয়ে শ্রেণীপাঠ করার পাশাপাশি এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ভীতি কাজ করছে।

সরজমিনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার গোবর্দ্ধন এমএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়, লালমনিরহাট সদর উপজেলার সরকারী কলেজ, সরকারী বালক উচ্চ বিদ্যালয়, কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার নছর উদ্দিন উচ্চ বিদ্যালয়, হাতীবান্ধা উপজেলার পশ্চিম কাদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম উপজেলার ধবলসুতি উচ্চ বিদ্যালয়, পানবাড়ি উচ্চ বিদ্যালয়, কালিরহাট উচ্চ বিদ্যালয়, ধবলগুড়ি উচ্চ বিদ্যালয়, দহগ্রাম উচ্চ বিদ্যালয়, বুড়িমারী হাশর উদ্দিন উচ্চ বিদ্যালয়।

দহগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্বপ্না আক্তার, নিপা আক্তার বলেন, ‘ভূমিকম্পে দ্বো-তলা ভবনে ফাটলের কারণে সেখানে ক্লাস করতে ভয় লাগে। যদি ভেঙ্গে পড়ে।’

এছাড়াও জেলা সদর উপজেলার টি এন্ড টি ভবন, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাটগ্রাম পৌর ভবন ও পৌর কমিউনিটি সেন্টারসহ জেলার একাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। ফলে প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছে একাধিক কর্মকর্তা- কর্মচারী।

লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ভবন গুলোর অবস্থা দেখে নিরুপণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

 

এ বিভাগের আরও খবর

Comments are closed.