ভুয়া ডাক্তারের কারাদণ্ড

ঢাকাঃ ডাক্তার না হয়েও ব্যবস্থাপত্র দেওয়ায় এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাভারের হেমায়েতপুরে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করেন।

র‍্যাব-৪ জানায়, একটি প্রতারক চক্র সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ীতে লাবণ্য মেডিকেল হল ও কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ডাক্তার না হয়েও সাধারণ মানুষের মাঝে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছিলেন। এমন খবরের ভিত্তিতে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় লাবণ্য মেডিকেল হলের মালিক ভুয়া ডাক্তার আশিস সরকারকে আটক করে এক বছরের কারদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা দেওয়া হয়।

এ ছাড়া কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে পাঁচ হাজার জরিমানা করা হয়।

 

এ বিভাগের আরও খবর

Comments are closed.