রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা উদ্যাপিত

শ্যামল রুদ্র, রামগড় :  ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নানা কর্মসূচির মধ্যদিয়ে খাগড়াছড়ির রামগড়ে শনিবার ৪৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা ও পৌর প্রশাসন এবং উপজেলা আওয়ামীলীগ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। ২৬মার্চ দিবসের প্রথম প্রহর ১২-১মিনিটে রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিনের ব্যবস্থাপনায় পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যরা একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন। সূর্যোদয়ের সাথেসাথে রামগড় বিজয় ভাস্কর্যে পুষ্পমাল্য অপর্ণ করেন রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, পৌর মেয়র কাজী শাহজাহান রিপন, রামগড় সার্কেল এএসপি কাজী হুমাযুন কবীর, রামগড় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দও জনপ্রতিনিধিরা। এ সময় রামগড় প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা বিজয় ভাস্কর্যে পুষ্পস্তবক অপর্ণ করে শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন করেন।
এর পর সকাল ৮টায় স্কুল কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী, পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড, শিশু কিশোর ও যুব সংগঠনের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীর আয়োজন ছিল রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সকাল ১০টায় রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযেগিতা দর্শনার্থীদের আন্দোলিত করে। বেলা ১১.১৫ মিনিটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তাসহ অভ্যাগত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। বিকাল ৫টায় উপজেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.