উখিয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : জেলা সভাপতি ইসতিয়াক আহমেদ জয়কে টেকনাফে গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেছেন বিক্ষোব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আধ ঘন্টা ব্যাপী অবরোধ হলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল।পরে উর্ধ্বতন নেতৃবৃন্দের হস্তক্ষেপে জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয়কে ছেড়ে দিলে অবরোধ প্রত্যাহার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ২৭ মার্চ রোববার দুপুরে উখিয়া সদর ষ্টেশন, কোর্টবাজার, বালুখালী ও পালংখালীতে বেরিকেট দেন।দুপুর ২ টার পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

অবরোধ চলাকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান করেছিলেন। উখিয়া সদর ষ্টেশনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন, জিয়াউল হক রুবেল, আবু বকর, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জুলহাস উদ্দিন টিপু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ বাস যাত্রীর দূর্ভোগ পোহাতে হয়।  উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান বলেন, জেলা সভাপতি গ্রেফতার হওয়ার খবর পাওয়া মাত্রই উপজেলা ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন এবং কক্সবাজার-টেকনাফ সড়ক অচল করে দেন।বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক।

এ বিভাগের আরও খবর

Comments are closed.