চট্টগ্রাম বানিজ্য মেলা এখনও জমেনি

কামরুল ইসলাম : চট্টগ্রাম বানিজ্য মেলা উদ্বোধন হয়েছে গত ১১ মার্চ। নির্ধারিত সময় ছিল বিকাল ৪ টা। কিন্তু বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ আগে চলে আসায় নির্ধারিত সময়ের পুর্বে অনুষ্টান শুরু হয়। উদ্বোধনের ৪ দিন অতিক্রম হতে করলেও প্রায় সব ষ্টলের কাজ এখনও চলছে। মেলার টিকেট কাউন্টার ফাঁকা দেখা যায় গত ১৩ মার্চ দুপুরে। একমাসব্যাপী চেম্বারের এই মেলা এখনও জমেনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.