সৌদিতে সামরিক জোটভুক্ত রাস্ট্রের বৈঠক

মোরশেদ রানা :  গত রবিবার ২৭মার্চ ২০১৬ ইং সৌদিআরব  ইসলামী সামরিক জোটভুক্ত মুসলিম রাষ্ট্র গুলোর মিলিটারি চীফ অফ স্টাফদের নিয়ে বৈঠক করেছেন সৌদি ডেপুটি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান আল সউদ।গত ডিসেম্বর মাসে ইসলামী সামরিক জোট গঠিত হওয়ায় পর এটাই এই জোটের প্রথম সম্মেলন। অনুস্টিত হলো।এ সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামি দেশগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পারস্পরিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান।উল্লেখ্য, বাংলাদেশ আর্মি চীফ স্টাফ ও উক্ত অনুস্টানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.