স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা

কৃষি সংবাদ : কাঙ্ক্ষিত লাভের মুখ না দেখায় স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা। ফলে প্রতিবছর কমে আসছে স্ট্রবেরি চাষের জমির পরিমাণ।

গত বছর ৪৫ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ করে ৫শ’ ১৮ মেট্রিক টন ফলন পেয়েছে রাজশাহী অঞ্চলের কৃষকেরা। কিন্তু বাজার মূল্য কম থাকায় আশানুরূপ লাভের দেখা পাননি তারা। তাই চলতি মৌসুমে ৩০ হেক্টর জমিতে নেমে এসেছে স্ট্রবেরির চাষ।

মাস তিনেক আগে লাগানো চারা গাছগুলোতে এখন ফল ধরতে শুরু করায় লালচে রংয়ে ছেয়ে গেছে স্ট্রবেরির ক্ষেত। পরিপক্ব ফলগুলোকে জমি থেকে তুলে বাজারজাত করার কাজে ব্যস্ত কৃষকেরা। কিন্তু এবারও বাজার মূল্য নিয়ে সন্তুষ্ট নন তারা।

কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছেন এই অঞ্চলের কৃষকেরা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আব্দুল আওয়াল বলেন, ‘যে প্যাকেটে বাজারজাত করা হবে তা যেন স্বচ্ছ হয়। এতে করে ভেতরে কি রয়েছে বাইরে থেকে দেখা যাবে এবং এতে করে তা ক্রেতাদেরকে আকর্ষণ করে। ফলে দাম ভাল পাবে।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.