সৌদিআরবেই হবে অস্ত্র কারখানা

মোরশেদ রানা : গত ২৮মার্চ ২০১৬ ইং সোমবার সৌদিআরব রাজধানী রিয়াদের আল-ইয়ামামাহ প্যালেসে দেশটির মন্ত্রীসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এর সভাপতিত্ব করেন সৌদি বাদশাহ ও দুই হারাম শরিফের সন্মানিত খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সউদ।

সম্প্রতি সৌদিআরবে অস্ত্র কারখানা স্থাপনের জন্য সাউথ আফ্রিকার সাথে করা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আলোচনা হয়। পরে সৌদিআরব সরকারের এক মুখপাত্র বলেন,সৌদিআরবে সামরিক অস্ত্র কারখানা তৈরিতে সহায়তা করবে সাউথ আফ্রিকার একটি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর ফলে সৌদিআরবের নিজস্ব অস্ত্র চাহিদা পূরণের পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি হবে। তবে অস্ত্র উৎপাদনকারী প্রতিসঠানের নাম বা কোন পরিচয় জানাযায়নি। এবং মন্ত্রীসভা থেকে আগের দিনের অনুস্টিত ইসলামি সামরিক জোটের প্রথম সম্মেলনকে স্বাগত জানানো হয়।যেখানে বাংলাদেশ আর্মি চিফ স্টাফ ও অংশ গ্রহণ করেছিলেন।

এছাড়া, জেরুজালেম সহ ফিলিস্তিন রাষ্ট্রের উপর ইসরাইলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি পূনরায় আহবান জানানো হয়।
সবশেষে,মন্ত্রীসভা সম্প্রতি পাকিস্তান ও ব্রাসেলসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.