মিরসরাইয় ৯ ইউনিয়নে আ’লীগ প্রার্থীরা বিজয়ী

এম আনোয়ার হোসেন, মিরসরাই :  দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিরসরাই উপজেলায় ৯ ইউনিয়নের মধ্যে ৯ টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা বিজয়ী হয়েছে। উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাছির উদ্দিন হারুন নৌকা প্রতীকে ৯ হাজার ৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইউসুফ জমিদার ধানের শীষ প্রতীকে পেয়েছে ৪ শত ৪২ ভোট। ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকছুদ আহম্মদ চৌধুরী নৌকা প্রতীকে ১৩ হাজার ৫৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা জমির উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছে ১ হাজার ৪ শ ২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী জিএম শহীদ আনারস প্রতীকে পেয়েছে ২ শ ৭৩ ভোট।

৪ নম্বর ধুম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের প্রকাশ জাহাঙ্গীর ভূঁইয়া নৌকা প্রতীকে ৭ হাজার ২ শ ৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিব উল্ল্যাহ ধানের শীষ প্রতীকে পেয়েছে ৪ শ ৮৭ ভোট। ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুফিজুল হক মাস্টার নৌকা প্রতীকে ৭ হাজার ৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসীন সম্রাট ধানের শীষ প্রতীকে পেয়েছে ১ শ ৭৬ ভোট। ৬ নম্বর ইছাখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল মোস্তফা নৌকা প্রতীকে ১১ হাজার ৩ শ ৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আবছার ধানের শীষ প্রতীকে পেয়েছে ২০০ ভোট। ৭ নম্বর কাটাছরা ইউনিয়নে ৯ হাজার ৫ শ ৫৪ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী হুমায়ুুন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাওলানা শহীদুল ইসলাম পেয়েছেন ৩৮৬ ভোট এবং বিএনপি প্রার্থী শহিদ আহম্মদ ধানের শীষ প্রতীকে পেয়েছে ২৭৫ ভোট। ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বিপ্লব নৌকা প্রতীকে ৯ হাজার ৩ শ ৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রফেসর এসএম সেলিম নিজামী ধানের শীষ প্রতীকে পেয়েছে ২ শ ৯০ ভোট। ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী এমরান উদ্দিন নৌকা প্রতীকে ৮ হাজার ৭২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মফিজ উদ্দিন পেয়েছেন ৪৪০ ভোট। ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল হায়দার চৌধুরী নৌকা প্রতীকে ৭ হাজার ৯ শ ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরুদৌজ্জা চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছে ৪৪৪ ভোট।

এ বিভাগের আরও খবর

Comments are closed.