সৌদিতে মাদক বিক্রয় সোশাল নেটওয়ার্কএ চলছে !

মোরশেদ রানা : সৌদিআরব মেজর জেনারেল তুরকী সাংবাদিকদের বলেন এদেশে এখন মাদক বিক্রি হচ্ছে সোশাল নেটওয়ার্ক এর মাধ্যমে।সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মাদক বিক্রির অভিযোগে দেশটির রাজধানী  রিয়াদে ৫ জন কে গ্রেফতার করেছে পুলিশ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, মেজর জেনারেল মানসুর আল-তুর্কী আরো বলেন, গ্রেফতারকৃতরা  বিভিন্ন ধরনের ভিডিও সহ নানান ভাবে প্রচারের মাধ্যমে লোকদেরকে মাদক সেবনের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে আসছে। এছাড়া, আটককৃতদের কাছ থেকে ৭৮৮টি নেশাদার ট্যাবলেট, ১২গ্রাম গাজা ২ টি পিস্তল এবং ৬৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উল্লেখ্য আটক কৃতদের পরিচয় জানাযায়নি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.