চন্দনাইশে আবদুস সালাম বৃত্তি প্রদান অনুষ্ঠান

চন্দনাইশ প্রতিনিধি :   চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়াস্থ আলহাজ্ব মাওলানা আবদুস সালাম স্মৃতি বৃত্তি পরীক্ষা কমিটির উদ্যোগে আলহাজ্ব মাওলানা আবদুস সালাম স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৫ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান ৩১ মার্চ’ ১৬ বিষুদবার (স¤প্রতি) সাতবাড়িয়া বহুমুখী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ১০ম বারের মত অনুষ্ঠিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি পরীক্ষার আহ্বায়ক প্রধান শিক্ষক আবদুল হাই চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সনজীদা শরমিন। প্রধান আলোচক ছিলেন বৃত্তির পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডা. কুতুব উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম সিরাজী, ইউআরসি প্রশিক্ষক আকতার সানজীদা জাফর পপি, সহকারী শিক্ষা অফিসার হাসান আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আজিজুল হক চৌধুরী ও বৃত্তি কমিটির সদস্য আবদুর রাজ্জাক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার আবদুল জলিল, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, নজরুল ইসলাম, বৃত্তির পরীক্ষার সচিব এনামুল হক খান, আহসান ফারুক, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মাস্টার জহুরুল আলম, অজিৎ কান্তি দে, রুপক ঘোষ, মোজাম্মেল হক আনসারী, আবু সোহেল প্রমুখ। উল্লেখ্য, পরীক্ষায় উপজেলার ৮০টি বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক ৫ম শ্রেণির শিক্ষার্থী অংশ নেয়। ১০০ নম্বরের ২ঘন্টা ব্যাপী একপত্রের বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে একই দিন ফলাফল ঘোষণা করা হয়েছিল। এতে ৩ জনকে মেধা ও ৪৮ জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীকে পরীক্ষার মাধ্যমে বৃত্তির জন্য নির্বাচন করা হয়। তাদেরকে নগদ অর্থ বৃত্তি, সনদপত্র ও পুরুষ্কার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী বিদ্যালয় সমূহের ৪র্থ শ্রেণির একজন করে গরীব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে অতিথিরা এক কার্যক্রমের এক দশক পূর্তি উপলক্ষে “মেধার শিকড়” নামক প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.