ভানুয়াতুতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ২০ ঘণ্টার ব্যবধানে একই স্থানে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯।

আজ (০৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৩ মিনিটে দ্বীপদেশ ভানুয়াতুতে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ভানুয়াতুর সোলা এলাকা থেকে ১০৯ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

গতকাল বুধবার (০৬ এপ্রিল) বাংলাদেশ সময় ১২টা ৫৮ মিনিটে সোলার একই স্থানে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এই ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.