শফিক রেহমানকে রিমান্ড অমানবিক- মির্জা ফখরুল

ঢাকা : সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক শফিক রেহমানকে রিমান্ডে নেয়ার ঘটনা অমানবিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর ইস্কাটনের শফিক রেহমানের বাসা থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, ‘যারাই এ সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করছে, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। তারাই সরকারের জুলুম নির্যাতনের শিকার করেছেন।’ তিনি শফিক রেহমানের মামলা প্রত্যাহার পূর্বক রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন দলটির ভাইস ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, জি৯ এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত সায়ান্ত, সদস্য রুমিন ফারহানা, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.