মিরসরাইয়ে কুকুরের কামড়ে শিশু বৃদ্ধসহ আহত

এম আনোয়ার হোসেন মিরসরাই : মিরসরাইয়ের জোরারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) সকালে পাগলা কুকুরের আক্রমণে ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নে দেওয়ানপুর, পরাগলপুর, গোপীনাথপুর গ্রামের শিশু বৃদ্ধসহ প্রায় ১৫ জন আহত হয়। পরে এলাকাবাসী এই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। আহতরা হলো তাহমিনা আক্তার (১৬), সিরাজ উদ্দিন (৪২), শহীদুল আলম (১১), হালিমা বেগম (৫৫), রবিউল হোসেন (৬৫), পারভীন আক্তার (৪০), সায়মা আক্তার (৮), শান্ত (৭), সহদেব (৪৩), অজিবা খাতুন (১৬)।

আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে অজিবা খাতুনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উর্মি রায় জানান, ভারসাম্যহীন কুকুরের আক্রমণে আহতদের জলাতঙ্ক রোগের ভেকসিন দেওয়া হয়েছে। মোট ৫ টি ভেকসিন নিলে রোগীরা সুস্থ্য হয়ে উঠবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.