রপ্তানির জন্য নতুন বাজারের অনুসন্ধান- মাতলুব আহমাদ

অর্থ ও বাণিজ্য : রপ্তানির জন্য নতুন বাজার খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

শনিবার মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে সফররত কেনিয়া ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) প্রতিনিধিদলের এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ বছর দেশের জাতীয় প্রবৃদ্ধি ৭.০৫ অর্জিত হতে যাচ্ছে। এ ছাড়া দেশের মাথাপিছু আয় এ বছর ১ হাজার ৪১০ মার্কিন ডলারে উন্নীত হবে বলে আশা করছি।’

এ সময় দেশের দ্রুত রপ্তানি বহুমুখীকরণ, রপ্তানির জন্য নতুন বাজার খোঁজা, ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনাসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন এফবিসিসিআই সভাপতি।

এ সময় এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), এফবিসিসিআইয়ের পরিচালক এবং এফবিসিসিআইভুক্ত বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.