ভূমিধসে নিহত ৫২

কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ৫২ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার শুরু হওয়া ভারি বর্ষণের কারণে এই ভূমিধসের সৃষ্টি হয়। এক প্রতিবেদনে আজ বুধবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, ভারি বৃষ্টির কারণে সালগার এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। প্রাথমিত তথ্যে ৫২ জনের প্রাণহানির খবর মিলেছে। আহত হয়েছে ৩৭ জন। তবে নিখোঁজ রয়েছেন অনেকে।

স্থানীয় কারাকোল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে কলম্বিয়ার এক কর্মকর্তা জুলমা ওসোরিয় বলেছেন, আমরা সঠিক সংখ্যাটা জানি না। এটা জানি- অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, ভারিবর্ষণ ও পরে ভূমিধসের কারণে অনেক পরিবার ঘরছাড়া হয়েছে।

জুলমা বলেন, এটা একটা বড় দুর্ঘটনা, বড় ট্রাজেডি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কেননা পুরো শহরটাই তছনছ হয়ে গেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জন ম্যানুয়েল স্যান্তোষ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.