চট্টগ্রাম বিমানবন্দরে হয়রানী

নবী চৌধুরী :  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসীরা অহরহ হয়রানীর শিকার হচ্ছেন। এই অভিযোগ করলেন, ওমানে সরকার অনুমোদিত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সেক্রেটারী সিরাজুল হক। বিমান বন্দর কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রনোদিত হয়রানী বন্ধ বরার আহবান জানিয়ে তিনি বলেন,’আমরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করি। কিন্তু দেশের মাটিতে পা দিতেই বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আমাদের নানাভাবে হয়রানী করে। নগদ টাকা পয়সা অথবা সঙ্গে আনা মালামাল গিফট হিসেবে দিয়ে তাদের কাছ থেকে নিস্তার পেতে হয়। প্রবাসীরা সবসময় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আগ্রহী। কিন্তু বাংলাদেশি এক্সচেঞ্জগুলোর সার্ভিস চার্জের নামে অতিরিক্তি ফি আদায়ের কারনে অনেক প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠাতে নিরুৎসাহিত হন। বিশ্বের কোন দেশের এক্সচেঞ্জগুলো কোন রুপ চার্জ আদায় করে না।

এ বিভাগের আরও খবর

Comments are closed.