মহারাষ্ট্রে আইপিএল সরিয়ে ফেলার নির্দেশ, বোম্বে হাইকোর্ট

খেলাধুলা : ভারতে মহারাষ্ট্র থেকে সরেই গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এখন মহারাষ্ট্রে চলছে তীব্র খরা। পানির জন্য হাহাকার করছেন মানুষ।

খরা পরিস্থিতির কারণে ৩০ এপ্রিলের পর মহারাষ্ট্র থেকে আইপিএলের সব ম্যাচ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন বোম্বে হাইকোর্ট। গত ১৩ এপ্রিল দেওয়া সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিল মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ও মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। বুধবার তাদের সেই আপিল খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। দুই পক্ষের শুনানির পর বোম্বে হাইকোর্টের দেওয়া রায়ই বহাল রাখেন সুপ্রিম কোর্ট।

এর ফলে আগামী ১ মে থেকে মহারাষ্ট্রের তিন শহর- মুম্বাই, পুনে ও নাগপুর থেকে পূর্বনির্ধারিত ১৩টি ম্যাচ অন্য জায়গায় সরিয়ে নিতে হবে, যার মধ্যে থাকছে ২৯ মে মুম্বাইয়ে হতে যাওয়া ফাইনালও।

এ বিভাগের আরও খবর

Comments are closed.