গরমে ঝটপট তৃপ্তিদায়ক লাচ্ছি

জেসমিন, রান্নাঘর : এখন বাহিরে যে অবস্থা। বাহির হলে বার বার তৃষ্ণা লাগে। পানি খেয়েও তৃপ্তি যেন শেষ হয় না। এমন সময় যদি হাত বাড়িয়ে পাওয়া যায় মন মাতানো একগ্লাস ঠান্ডা লাচ্ছি, তবে তো কথায় থাকে না। শরীরের ক্লান্তি দুর করে মনে আনে ফুর্তি। নিজ বাসায় তৈরি করে খেতে পারেন এই মজাদার সুস্বাধু খাবারটি। আসুন দেখে নেয়া যাক ঝটপট তৃপ্তিদায়ক লাচ্ছি বানানোর সহজ উপায়।

যা যা দরখার : তরল দুধ ২ কাপ, হালকা মিষ্টি দই ২৫০ গ্রাম, সিরার জন্য চিনি ১০০ গ্রাম, বরফ টুকরো পরিমাণমতো, সুগন্ধি লেবু ২ টা, পানি ১০০ মিলি, পেস্তা বাদাম ও লাল চেরি কুচি পরিমাণমতো।

যেভাবে করবেন : সমপরিমাণ চিনি ও পানি জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিন। দুধ, দই, সিরা, লেবুর রস এবং বরফ টুকরা একটি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার সুন্দর পরিবেশন গ্লাসে ঢেলে বরফ কুচি ছড়িয়ে দিন। সাজানোর জন্য উপরে পেস্তা বাদাম ও চেরি কুচি ছড়িয়ে দিন। ব্যাস হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লাচ্ছি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.