খাগড়াছড়ির রামগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতি

শ্যামল রুদ্র, রামগড় :  খাগড়াছড়ির রামগড়ে গত ১মে সন্ধ্যায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আচমকা কাল বৈশাখী ঝড়ো হাওয়ায় বহু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে, গাছপালা উপড়ে-ভেঙ্গে পড়েছে। ঝড়ের কারণে বিদ্যুত সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত তিন দিন ধরে ( ১মে-৩মে দুপুর পর্যন্ত) উপজেলার কোথাও বিদ্যুত না থাকায় রামগড়বাসী চরম দুর্ভোগের মধ্যদিয়ে সময় কাটিয়েছেন। পানীয় জলের অভাবসহ নানা ভাবে কষ্ট করেছেন।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, পৌরশহরের জগন্নাথ মন্দিরের নাটমন্দির পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, বিবেকানন্দ অনাথালয়ে একটি ঘর ভেঙ্গে গেছে। ডেবার পাড়ের মিন্টুঘোষের দুটি বসতবাড়িতে আমগাছ পড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। মিন্টু ঘোষ জানান, ওই সময় ঘরে লোকজন না থাকায় প্রাণহানীর ঘটনা ঘটেনি। তবে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রত্যন্ত এলাকায় বহু কাঁচা ঘর ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে। মৌসুমি ফলফলারি, শাকসবজিসহ নানা ফসল নষ্ট হয়েছে।
রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাদের ক্ষতিগ্রস্ত জগন্নাথ পাড়া, সুকেন্দ্রাইপাড়া, ডেবার পাড়, গজর্নতলী, মাষ্টারপাড়া,সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাহায্যের প্রতিশ্র“তি দেন। ভাইসচেয়ারম্যান আবদুল কাদের সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিকভাবে সহযোগিতা দেওয়া হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.