ক্ষমা চাইবেন না ওবামা

আন্তর্জািতক : বারাক ওবামা এ মাসের ২৭ তারিখে জাপানের হিরোশিমা সফরে যাচ্ছেন। ১৯৪৫ সালের ৬ই অগাস্টে হিরোশিমাতে পারমানবিক বোমা হামলার পর এই প্রথম দায়িত্বে থাকা কোন মার্কিন প্রেসিডেন্ট হিরোশিমা সফরে যাচ্ছেন।

জি-সেভেন সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা ২৬শে মে জাপানে যাবেন। কিন্তু হিরোশিমা সফরে গিয়ে পারমানবিক বোমা হামলার জন্য প্রেসিডেন্ট ক্ষমা চাইবেন না, বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। তবে, হিরোশিমায় পারমাণবিক বোমায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করবেন। খবর বিবিসির।

যুদ্ধের ৭০ বছর পর হিরোশিমায় ওবামার এ সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় ওই হামলায় শহরটিতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.