বাঁশখালীতে প্রধানমন্ত্রীর তহবিলের চেক বিতরণ

0

বাঁশখালী প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকের প্রতি যথেষ্ট আন্তরিক। তার প্রমাণ বাঁশখালী থেকে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আবেদনের প্রেক্ষিতে প্রধান মন্ত্রীর তহবিল থেকে ৪ লক্ষ টাকা অনুদান প্রদান তারই অন্যতম উদাহরণ। গতকাল উপজেলা সদরে প্রধান মন্ত্রী কর্তৃক বাঁশখালীর বেশ কয়েকজন অসুস্থ ব্যক্তির আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী একথা বলেন। পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালীর অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহেনা আক্তার কাজেমী প্রমুখ। এমপি’র একান্ত সচিব অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের নেতা তপন দাশ গুপ্ত, নীলকন্ঠ দাশ, তোফাইল বিন হোছাইন, উপজেলা ছাত্রীলীগের সাবেক আহবায়ক মোঃ হামিদ উল্লাহ, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান মন্ত্রীর তহবিলের বিশেষ চেক ছাড়াও সাংসদ ধর্ম মন্ত্রণালয় কর্তৃক বাঁশখালীর ২০টি মসজিদ মন্দির ও বৌদ্ধ মন্দিরের জন্য প্রায় ৩ লক্ষ টাকার চেকও বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার মানে দেশের উন্নয়নের সরকার। তিনি বাঁশখালীর সর্বক্ষেত্রে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে তা ধারাবাহিকতা বজায় রাখতে সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.