নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নানা সংঘাত

কল্যাণ বড়ুয়া মুক্তা, বাঁশখালী : আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে রোয়ানুর তান্ডবের ফলে ক্ষতিগ্রস্থ খানখানাবাদ ইউনিয়ন, ছনুয়া ইউনিয়ন ও গন্ডামারা ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। অপরদিকে সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী থাকায় রশিদ আহমদ চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করেছে রিটার্নিং অফিসার। বাকী ১০ ইউনিয়নের নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার-প্রচারণার সাথে সাথে চলছে নানা ধরনের দ্বন্ধ সংঘাত।

প্রতিদিন বাঁশখালীর কোথাও না কোথাও ঘটছে ছোটখাট ঘটনা। তবে সবচেয়ে আলোচিত হচ্ছে কাথারিয়া ইউনিয়নকে নিয়ে। এই ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব ইবনে আমিন এবং আওয়ামীলীগ থেকে বহিস্কৃত সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন চৌধুরী গ্রুপের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতসহ গুলিবিদ্ধ হয় কয়জন। তা নিয়ে চলছে মামলা। এদিকে আওয়ামীলীগের ১২ বিদ্রোহী প্রার্থীকে সংগঠন থেকে বহিস্কার করলেও তারাও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে সমান তালে। কেউ কাউকে দিচ্ছে না ছাড়। তবে সাধারণ জনগণের অভিমত বাঁশখালীর অনুষ্ঠিতব্য বাকী ১০ ইউনিয়নে জনপ্রতিনিধি ৩ ভাগে বিভক্ত হতে পারে। একদিকে রোয়অনুর তান্ডবে উপকূলীয় এলাকা গুলো ক্ষতির সম্মুখীন হওয়া। অপরদিকে নির্বাচন। সব মিলিয়ে বাঁশখালী এখন সরগরম এলাকা।

বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শুরু করেছে। পুকুরিয়ায় চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক (নৌকা), মোঃ আক্তার হোছাইন (আনারস), আসহাব উদ্দিন (ধানের শীষ), আলতাফ হোছাইন (চশমা), এখানে সংরক্ষিত আসনে ৯ জন এবং সাধারণ আসনে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। সাধনপুরে চেয়ারম্যান পদে মোঃ মহিউদ্দিন চৌধুরী খোকা (নৌকা), আহছান উল্লাহ চৌধুরী (আনারস), মোঃ মহিউদ্দিন (মোটর সাইকেল), মোঃ রাশেদ (অটোরিক্সা), ইন্নে আমিন (টেবিল ফ্যান), এখানে সংরক্ষিত আসনে ১০ জন, সাধারণ আসনে ৩৮ জন প্রার্থী রয়েছে। কালীপুরে চেয়ারম্যান পদে এডভোকেট শাহাদত আলম (নৌকা), আমিনুর রহমান চৌধুরী (ধানের শীষ), মোঃ নাছের (আনারস), সজনূর নাহার (অটোরিক্সা), এখানে সংরক্ষিত আসনে ৯ জন এবং সাধারণ আসনে ৩৮ জন প্রার্থী রয়েছে। বাহারছড়ায় চেয়ারম্যান পদে অধ্যাপক তাজুল ইসলাম (নৌকা), মাস্টার লোকমান আহমদ (ধানের শীষ), বখতেয়ার উদ্দিন চৌধুরী করিম (আনারস), রেজাউল করিম চৌধুরী (অটোরিক্সা), মোঃ মুজিবুর রহমান (টেলিফোন), আমান উল্লাহ খান (ঘোড়া), মোঃ জসীম উদ্দিন (টেবিল ফ্যান), সাজ্জাদ উল্লাহ চৌধুরী (মোটর সাইকেল), এখানে সংরক্ষিত আসনে ১০ জন, সাধারণ আসনে ৪১ জন প্রার্থী রয়েছে। কাথারিয়ায় চেয়ারম্যান পদে ইব্নে আমিন (নৌকা), শাহজাহান চৌধুরী (ধানের শীষ), জয়নাল আবেদীন চৌধুরী (অটোরিক্সা), আবদুল মালেক (চেয়ার), রাসেল চৌধুরী (রজনীগন্ধা), শাহীন আক্তার (আনারস), মোঃ নুর হোসেন (মোমবাতি), এখানে সংরক্ষিত আসনে ৯ জন, সাধারণ আসনে ৩৫ জন প্রার্থী রয়েছে। বৈলছড়িতে চেয়ারম্যান পদে কফিল উদ্দিন চৌধুরী (নৌকা), মোঃ ইব্রাহিম খলিল (ধানের শীষ), মোঃ ইউসুফ (অটোরিক্সা), আবদুল হক (মোটর সাইকেল), নাজিম উদ্দিন (আনারস), এখান সংরক্ষিত আসনে ৬ জন, সাধারণ আসনে ৩০ জন প্রার্থী রয়েছে। তাছাড়া সংরক্ষিত আসন-২ এ বুলবুলি দাশ বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য নির্বাচিত হয়েছেন। শীলকূপে চেয়ারম্যান পদে মোজাম্মেল হক সিকদার (নৌকা), মোঃ মহসিন (ধানের শীষ), আবদুল্লাহ আল রেজা (চেয়ার), হাজী অছিউর রহমান (লাঙ্গল), শফি আলম (আনারস), এখানে সংরক্ষিত আসনে ৯ জন, সাধারণ আসনে ২৭ জন প্রার্থী রয়েছে। শেখেরখীলে চেয়ারম্যান পদে মাওলানা হামেদ হাছান (আনারস), মোঃ ইয়াছিন (নৌকা), সাইফুল ইসলাম (চশমা), এখানে সংরক্ষিত ৭ জন, সাধারণ আসনে ৩৯ জন প্রার্থী রয়েছে। চাম্বলে চেয়ারম্যান পদে মুজিবুল হক চৌধুরী (নৌকা), নুর মোহাম্মদ ওসমান গণি (ধানের শীষ), আলী নেওয়াজ চৌধুরী ইরান (অটোরিক্সা), মোঃ জকরিয়া (হাতপাখা), আবদুল মান্নান (দুটি পাখা), এখানে সংরক্ষিত আসনে ১০ জন, সাধারণ আসনে ৪৩ জন প্রার্থী রয়েছে। পুঁইছড়িতে চেয়ারম্যান পদে সোলতান গণি চৌধুরী (নৌকা), সোলতানুল আজিম চৌধুরী (ধানের শীষ), জসীম উদ্দিন চৌধুরী (রজনীগন্ধা), মোঃ সোলাইমান (ঢোল), কফিল উদ্দিন চৌধুরী (চশমা), ইয়াছিন আরাফাত গণি চৌধুরী (মোটর সাইকেল, এখানে সংরক্ষিত আসনে ৮ জন এবং সাধারণ আসনে ৩০ জন প্রার্থী রয়েছে। এবার বাঁশখালী উপজেলার ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ১শ ৫৮ জন, কেন্দ্র সংখ্যা ১৩৫টি, বুথ সংখ্যা ৭৫৬টি।

বাঁশখালীতে নির্বাচনী প্রচার কাজ চালিয়ে যেতে নানা স্থানে বিভিন্ন ধরনের পোষ্টার ছেড়ানো, এক প্রার্থীর কর্মীর অপর প্রার্থীর উপর হামলা, সব মিলিয়ে বাঁশখালীর ১০টি ইউনিয়নে ছোটখাট দ্ব›দ্ধ সংঘাতের ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.