বিশেষ আদালতে হাজির হচ্ছেন খালেদা

0
দুর্নীতির দুই মামলায় আজ সোমবার বিশেষ আদালতে হাজিরা দিতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাতে তার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, এ উদ্দেশ্যে সকালে তার গুলশানের ফিরোজা ভবন থেকে রওনা হওয়ার কথা রয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। আজ সোমবার মামলা দুই টির সাক্ষ্যগ্রহণ ও জেরার দিন ধার্য রয়েছে।

এর আগে শুধু নিরাপত্তার অজুহাতে বহুবার আদালতে হাজিরা দেননি বিএনপি নেত্রী। টানা কয়েকটি ধার্য তারিখে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ৫ এপ্রিল তিন মাস পর কার্যালয় থেকে বেরিয়ে আদালতে আত্মসমর্পণ করে দুর্নীতির দুই মামলায় জামিন পান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.