৬ দিনে ফ্রান্সে গ্রেফতার ৩২৩

আন্তর্জাতিক : ফ্রান্সে ‘ইউরো কাপ’ শুরু হওয়ার পর থেকে গত ৬ দিনে ৩২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ইউরোপের জাতিগুলোর অংশগ্রহণে চলমান ফুটবলের অন্যতম শীর্ষ এ প্রতিযোগিতার নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর দেওয়া হয়েছে। গত ১০ জুন ‘ইউরো কাপ’ শুরু হয়।

বিবৃতিতে বলা হয়, ইউরোর পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে এখন পর্যন্ত ৩২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৯৬ জনকে রাখা হয়েছে নিরাপত্তা হেফাজতে, আট জনকে দেওয়া হয়েছে কারাদণ্ড, আর তিন জনকে দেওয়া হয়েছে সাসপেন্ডেড সেনটেন্স (একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পুলিশি নজরদারিতে থাকবে, এই সময়ে কোনো অপরাধে জড়াবে না, জড়ালে কারাগারে যেতে হবে)। বিবৃতি এর বেশি কিছু বলেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইউরো শুরুর আগে ফ্রান্সকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরসহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। তাদের তরফ থেকে বলা হয়, গত বছর প্যারিসে বর্বরোচিত হামলার পর এবার ইউরোকেন্দ্রিক আরও বড় কোনো ধ্বংসযজ্ঞ চালাতে পারে জঙ্গিরা।

এই সতর্কতাকে আমলে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইউরো আয়োজক ফ্রান্স।

এ বিভাগের আরও খবর

Comments are closed.