আত্মসমর্পণ করে জামিন নিলেন এমপি মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক : সাংসদ মোস্তাফিজের বিরুদ্ধে মামলায় তাকে আত্নসমর্পনের জন্য নির্দেশদেন আদালত। আজ (১৬ জুন) বৃহস্পতিবার সকালে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন তা মঞ্জুর করেন। পরে এই সাংসদের আইনজীবী আবুল হাশেম জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুসারে এখানে আত্মসমর্পণ করেন সাংসদ। তার পক্ষে করা জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত।

এই মামলার অন্য দুই আসামি উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম ও স্থানীয় ওলামা লীগ নেতা মাওলানা আখতারও জামিন পেয়েছেন বলে জানান হাশেম।

সাংসদ মোস্তাফিজ ১২ জুন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে ২০ ‍জুনের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসর্মপনের নির্দেশ দেয়। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম গত ৩ জুন বাঁশখালী থানায় সাংসদ মুস্তাফিজের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।

তার অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেওয়ায়’ ১ জুন ওই সাংসদ ও তার লোকজন ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে তাকে মারধর করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.