চন্দনাইশে অটিজম সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

চন্দনাইশ প্রতিনিধি :  চন্দনাইশে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অটিজম ও স্নায়ুবিকাশজনিতদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা গত ১৬ জুন বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত ভাষন দেন উপজেলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল মতিন। সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মেডিকেল অফিসার ডা. আয়ুব নবী।

আলোচনায় অংশ নেন পিপিএস’র নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরী, সৈয়দ শিবলী ছাদেক কফিল, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রওশন চৌধুরী, ক্রেডিট সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, দেব প্রসাদ দত্ত, শেলি রানী বড়ুয়া, রনজিত কুমার দাশ, মো. আলী আক্কাস প্রমুখ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী উপস্থিত ছিলেন। এছাড়া চন্দনাইশ সোসাইটি, পিপিএস ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র ৪০ সদস্য অংশ নেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.