বাংলাদেশি গলফারদের ব্যবধান কমানোর লড়াই

0
বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ টুর্নামেন্ট ২০১৫-এর প্রথম দিনটা বাংলাদেশের জন্য ভালো যায়নি। চেনা কোর্সে স্বাগতিক গলফাররা ছিলেন অনেক পিছিয়ে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশি গলফারদের সামনে তাই ব্যবধান কমানোর লড়াই। যদিও কাজটা কঠিন। তারপরও লড়াইটা করতেই হবে আসরে নিজেদের ভালোভাবে ধরে রাখতে। কুর্মিটোলা গলফ ক্লাবে আজ সকালে শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা।
এদিন সকালে ১ নম্বর হোল থেকে টি অফ করেন থাইল্যান্ডের পম সাকসানসিন, বাংলাদেশের সজিব আলী ও ভারতের অজিতেস সান্ধু। ১০ নম্বর হোল থেকে শুরু করেন থাইল্যান্ডের দানথাই বোমা, বাংলাদেশের দীন মোহাম্মদ ও ভারতের সুজান সিং। আগের দিন খেলা শেষ করতে পারেননি এমন ৩০ খেলোয়া্ড় প্রথম রাউন্ডের বাকি খেলা শেষ করতে নেমেছেন। এই খেলা শেষ করে তারা দ্বিতীয় রাউন্ড শুরু করবেন।
বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের প্রথম দিনটা ভালো যায়নি তেমন। প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলে খেলা শেষ করেছিলেন। প্রথম দিন শেষে তিনি ছিলেন ৩৩ নম্বরে। তার জন্য আজ আরো ভালো খেলে শীর্ষের গলফারদের সাথে ব্যবধান কমানোর সময়। তিনি টি অফ করবেন দুপুর সাড়ে ১২টায়।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.