চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোল রোনালদোর

খেলাধুলা : ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোলের মালিক নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেদের ওয়েবসাইটে এমন খবর নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা।

ইউরোপ সেরা গোল কোনটি সেটি নিয়ে উয়েফার ওয়েবসাইটে ভোটের আয়োজন করা করা হয়। সেখানে সর্বোচ্চ ৩৬ শতাংশ ভোট পায় পর্তুগিজ ফরোয়ার্ডের গোলটি।

ঐ গোলটি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে এএস রোমার বিপক্ষে করেছিলেন সিআর সেভেন। লিওনেল মেসি, সল নিগুয়েজ ও আলেসান্দ্রো ফ্লোরেনজিকে পেছনে ফেলেন তিনি। মজার ব্যাপার হচ্ছে, এএস রোমার মিডফিল্ডার ফ্লোরেনজি অল্পের জন্য নিজে সেরা গোলের মালিক না হলেও রোনালদোর ঐ গোলের দিনে ছিলেন প্রতিপক্ষের ভূমিকায়। পর্তুগালের অধিনায়ক সেদিন মাঠের বাঁ পাশ দিয়ে এই ইতালিয়ানকে বোকা বানিয়ে ঢুকে পড়েন ডি বক্সের মধ্যে। এরপর জোরালো শটে গোলবারের ডানপাশের উপরের কোনা দিয়ে বল জালে ফেলেন।

সেই ম্যাচটি ২-০ গোলে জিতে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। রোনালদোর পর দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেছিলেন সেস রদ্রিগেজ। পুরো টুর্নামেন্টে রোনালদো ১২টি ম্যাচ খেলে ১৬টি গোল করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.