মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে থাকায় প্রত্যাশা পূরণ

অর্থ ও বানিজ্য : গত অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা ওপরে থাকলেও তা প্রত্যাশার মধ্যেই রয়েছে। কারণ সদ্য সমাপ্ত অর্থবছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতির হার ৬ শতাংশের নিচে ধরে রাখা সম্ভব হয়েছে। ফলে পূরণ হয়েছে বাজেটের প্রত্যাশা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)- এর মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী জানান, ২০১৫-১৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৯২ শতাংশে নেমেছে। যা আগের অর্থবছরে ছিল ৬ দশমিক ৩৫ শতাংশ।
তিনি আরও জানান, অর্থ বছরের শেষ মাস জুনে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে ৫ দশমিক ৫৩ শতাংশে উঠেছে। যা আগের মাসে ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ।

মূল্যস্ফীতি বাড়ার বিষয়ে মুস্তফা কামাল বলেন, রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে খাদ্যপণের দাম বাড়ায় মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। তবে খাদ্য বর্হিভূতপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫০ শতাংশে। যা আগের মাসে ছিল ৭ দশমিক ৯২ শতাংশ বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.