২৩ জনের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ

ঢাকা : সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ৩২ জনের মধ্যে ২৩ জনের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। এদের অনেকেই আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য। তাদের বিরুদ্ধে শিগগিরই চার্জশিট দেওয়া হবে বলেও জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।

সিটিটিসি সূত্র, দুই দফায় সিঙ্গাপুর থেকে ৩২ বাংলাদেশির মধ্যে ২৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তারা সিঙ্গাপুরে ৪ থেকে ৮ বছর ছিল। সেখানে থাকাকালীন অবস্থায় তারা বিভিন্ন ধরনের নাশকতা ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

গোয়েন্দারা জানান, গত ডিসেম্বরে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৭ বাংলাদেশির মধ্যে ১২ জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার কোনও তথ্য না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। অপর ১৫ জনের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। তাদেরকে আদালতের নির্দেশে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তারা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানীর অনুসারী বলে স্বীকার করে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে বা সিঙ্গাপুরে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর কোনও তথ্য এখনও পাননি গোয়েন্দারা। তাদের কয়েকজনের কাছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানীর লেখা বই পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের কেউ কেউ জানিয়েছেন, তারা মুফতি রাহমানীর বক্তব্য শুনতে ও তার লেখা বই পড়তে পছন্দ করতেন।

এসব বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন জানান, সিঙ্গাপুর ফেরত ২৩ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দুটি মামলার তদন্ত শেষের দিকে। শিগগিরই তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.