সবার চেয়ে এগিয়ে সালমান ও সানি

বিনোদন : সবার চেয়ে এগিয়ে সালমান খান এবং সানি লিওন। এবার নিশ্চয় প্রশ্ন করবেন কিসে এগিয়ে আছে? গত ১০ বছরের ভারতীয় যেসব তারকারদের খোঁজা হয়েছে সেসব অভিনেতাদের মধ্যে আর অভিনেত্রীদের মধ্যে এগিয়ে আছেন এই দুইজন।

গুগলের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অভিনেতাদের মধ্যে সালমানের পরে যথাক্রমে অবস্থান করছেন শাহরুখ খান, অক্ষয় কুমার ও অমিতাভ বচ্চন। আর পাঁচ নম্বরে আছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। তারপরে আছেন হূত্বিক রোশন, শহিদ কাপুর, রণবীর কাপুর, আমির খান ও ইমরান হাশমি।

গুগলে খোঁজা অভিনেত্রীদের মধ্যে সানি লিওনের পরে আছেন ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর খান, কাজল আগারওয়াল, দীপিকা পাড়ুকোণ, ঐশ্বরিয়া রায় বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, তামান্না ভাটিয়া, আলিয়া ভাট ও সোনাক্ষি সিনহা।

এদিকে পরিচালকদের মধ্যে সবেচেয়ে বেশি খোঁজা হয়েছে প্রভু দেবাকে। তার পরেই আছেন করণ জোহর, ফারহান আখতার, রাজ কাপুর, রাম গোপাল ভার্মা, ফারাহ খান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.