জঙ্গিদের মদদদাতা দেশীয়: ডিএমপি কমিশনার

ঢাকা : গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ (১৬ জুলাই) শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, জঙ্গিদের মদদদাতা, অস্ত্রদাতা দেশীয়। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে মামলার স্বার্থে এখন কাউকে কিছু বলা হচ্ছে না। সেজন্য রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলেও জানান তিনি।

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তরাঁ থেকে উদ্ধারের পর নিখোঁজ আবুল হাসনাত রেজাউল করিম ও তাহমিদ হাসিব খান জিজ্ঞাসাবাদের পর্যায়ে রয়েছেন বলেও জানান তিনি। ওই দুজন কোথায় আছেন- প্রশ্ন করা হলে তা এড়িয়ে তিনি বলেন, সেটা তদন্তকারী দল বলতে পারবে। জঙ্গি হামলার পর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত এবং প্রবাসী যুবক তাহমিদকে উদ্ধারের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে দাবি করলেও তাদের কাউকে পায়নি বলে পরিবার ইতিমধ্যে জানিয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.