চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে শিক্ষার্থীদের অবরোধ

হাটাজারী প্রতিনিধি : হাটহাজারী কলেজকে জাতীয়করণের দাবিতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। আজ (১৬ জুলাই) শনিবার সকাল ১১টায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় গুরুত্বপূর্ণূ এ সড়কের উভয়দিকে যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলে, ঐতিব্যবাহী এই কলেজকে জাতীয়করণের দাবি থাকলেও সম্প্রতি সরকার যে ১৯৯টি কলেজকে জাতীয়করণের ঘোষণা দিয়েছে সেই তালিকায় এ কলেজের নাম নেই। এজন্য আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি ।

হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল বলেন, হাটহাজারী কলেজ জাতীয়করণের দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছিল। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। বর্তমানে সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.