বরমা মাদরাসার কমিটিতে সাংবাদিক কফিল শিক্ষানুরাগী নির্বাচিত

চন্দনাইশ প্রৃতিনিধি : চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বরমা ইসলামিয়া দাখিল মাদরাসার নতুন পরিচালনা কমিটি (পূর্ণাঙ্গ) ১৬ জুলাই গঠিত হয়েছে। এতে গবেষণা সংস্থা মানুষের ঠিকানা’র নির্বাহী পরিচালক সংখ্যাগরিষ্ঠ ভোটে সৈয়দ শিবলী ছাদেক কফিল শিক্ষানুরাগী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। কমিটিতে ইতোপূর্বে (৩১ মে) নির্বাচিত প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম সভাপতি নির্বাচিত হন।

এর আগে ২৫ মে’১৬ তারিখ প্রত্যক্ষ ভোটে প্রতিষ্ঠাতা শ্রেণিতে আবু ছালেহ, দাতা শ্রেণিতে মাহমুদ বিন কাসেম, অভিভাবক শ্রেণিতে মাধ্যমিকে (দাখিলে) আলাউদ্দিন, আবদুল হামিদ, আবদুল মাবুদ, প্রাথমিকে (এবতেদায়িতে) নাছির উদ্দিন, সংরক্ষিত মহিলা অভিভাবক শ্রেণিতে শামীম আকতার, শিক্ষক প্রতিনিধি শ্রেণিতে মোঃ জসিম উদ্দিন (সিনিয়র শিক্ষক), মোছাম্মৎ ছেনোয়ারা বেগম (সংরক্ষিত মহিলা শিক্ষিকা) আজগর হোছাইন (জুনিয়র শিক্ষক) নির্বাচিত হন। এছাড়াও পদাধিকার বলে মাদরাসার তত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ আবুল বশর সদস্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি এবং নতুন কমিটির সকল সদস্যরা ঐতিহ্যবাহী বরমা ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
তাঁরা বিশ্বাস করেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। মানসম্মত শিক্ষাই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। এলক্ষ্যে আধুনিক ও দ্বীনি শিক্ষার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বরমা ইসলামিয়া দাখিল মাদরাসা। এ মাদরাসা আলোকিত জাতি প্রতিষ্ঠা ও মানব সম্পদ তৈরি করতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত পরিবেশ তৈরিতে অবদান রাখবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.