বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা আদায়

সিটিনিউজবিডি :  বোয়ালখালী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অভিযোগে সাত মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম জানান, উপজেলার পেতন শাহ আউলিয়া (র.) মাজার গেইট ও গোমদণ্ডী ফুলতল এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় চার মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে ধূমপান ও তামাকজাতপণ্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৯ অনুসারে এক হাজার টাকা, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ছয় হাজার টাকা এবং ১৯৪০ এর ড্রাগ নিয়ন্ত্রণ আইনে দি কিং অব মেডিসিন নামের এক ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী অফিসার।

অভিযানকালে থানার উপ-পরিদর্শক পীযুষ চন্দ্র ধর ও সাটির্ফিকেট সহকারী প্রবোধ বড়ুয়া আদালতকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.