রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

0

 স্টাফ রিপোর্টারঃ-    প্রতিবছরের মতো এবারও রোজার মাসে সরকারি অফিস আদালতে কাজের সময় ঠিক করে দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানিয়েছেন, এবার রোজায় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অফিসসূচি নির্ধারণ করা হয়। এমনিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসে কার্যক্রম চললেও রোজার সময় ইফতারের কথা মাথায় রেখে কর্মীদের বাড়ি ফেরার সুবিধার জন্য সূচিতে পরিবর্তন আনা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব আনলে মন্ত্রিপরিষদ তাতে অনুমোদন দেয় বলে মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানান। তিনি বলেন, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার সময় ৯টাসাড়ে ৩টা সূচিতে চলবে। তবে সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে। খবর বিডিনিউজের।

মঙ্গলবার ২ জুন রাতে বাংলাদেশে শবে বরাত পালিত হবে। সে অনুযায়ী এ মাসের দ্বিতীয়ার্ধে রমজান মাসের চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে রোজা রাখা শুরু করবে বাংলাদেশের মুসলমানরা।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.