জার্মানিতে ট্রেনে হামলা, নিহত ১

আন্তর্জাতিক : দক্ষিণ জার্মানির শহরে ট্রেনের ভেতরে কুড়াল ও ছুরি নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করেছে আফগান এক কিশোর শরণার্থী। পরে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়। সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে বুজবুর্গে এ ঘটনা ঘটে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অন্যজন সামান্য আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জার্মানির গণমাধ্যমে বলা হয়েছে, হামলার সময় ওই কিশোর ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে।
বাবারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াসিম হারমান জানান, হামলাকারী কিশোরের বয়স ১৭ বছর। সে আফগান শরণার্থী। কাছের ওখজেনফুর্টে বাস করত সে। তিনি আরও জানান, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

দেশটির পুলিশের এক মুখপাত্রের ভাষ্য, ট্রেনটি বুজবুর্গে আসার কিছুক্ষণের মধ্যে কুড়াল ও ছুরি নিয়ে এক কিশোর যাত্রীদের ওপর হামলা করে। একপর্যায়ে হামলাকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.