জঙ্গি দমনে উন্নত বিশ্ব বহু অর্থ ব্যয় করে

ঢাকা : জঙ্গিবাদ নাগরিক, সামাজিক ও বৈশ্বিক সমস্যা, আইন-শৃঙ্খলার সমস্যা নয়। কাজেই এই সমস্যা আমাদের সামাজিকভাবে মোকাবিলা করতে হবে বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ (২৭ জুলাই) বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ বেতার আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি ।

গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ডিএমপি কমিশনার বলেন, যারা মসজিদে হামলা করে, যারা ঈদের জামায়াতে হামলা করে, তারা কেমন মুসলিম! জঙ্গিবাদ দমনে পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ দমনে উন্নত বিশ্ব বহু অর্থ ব্যয় করেও যা করতে পারছে না, বাংলাদেশের পুলিশ সীমিত সম্পদ নিয়ে তার চেয়ে বেশি সাফল্য দেখাচ্ছে।

সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এ বিভাগের আরও খবর

Comments are closed.